Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে ডেঙ্গু আক্রান্ত ৮ জন, মৃত্যু ১

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে সাতজন এবং খুলনা বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন রোগী।
অন্যদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে দুইজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে এদের মধ্যে একজনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭০ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪৬০ জন।

Exit mobile version