Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কাশ্মীরে পর্যটনের নয়া স্পট উধমপুরের গ্রাম পাঞ্চারি

Srinagar, India - July 23, 2015: Many traditional boats waiting for tourists in the Dal lake of Srinagar, Jammu and Kashmir, India. Dal lake is integral to tourism and recreation in Kashmir.

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরে পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটাতে প্রশাসন বদ্ধপরিকর, এ কাজে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বার্তা সংস্থা এএনআই জানায়, উধমপুর জেলার পাঞ্চারি হয়ে উঠছে পর্যটনের নয়া স্পট। এই গ্রামে নির্মাণ করা সাতটি ‘পর্যটন কুটির’। পর্যটন কুটির নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে ‘প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সঞ্চারক কর্মসূচি।’ কুটিরকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে বলে স্থানীয়রা আশাবাদী।

পাঞ্চারি গ্রামের সরপঞ্চ (গ্রামপ্রধান) কুলদীপ কুমার বলেন, পর্যটন কুটির তৈরি করায় আমরা জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে কৃতজ্ঞ। গ্রামের বাসিন্দা মিনকার সিং জানান, মালয়েশিয়ার প্রযুক্তি অনুসরণ করে কুটিরগুলো গড়া হয়। এরকম আরও কুটির বানানো হবে। গ্রামের আরেক বাসিন্দা আংরেজ সিং বলেন, কৃষকরা তাদের পণ্যগুলো এখন কুটিরের কাছে বিক্রি করার সুযোগ পাবে। চাকরির সুযোগও আসবে। এরকম আরও কুটির বানানো উচিত।

Exit mobile version