বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ভারতীয় পণ্যের বিজ্ঞাপনে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। পণ্য দুটি হল বালি আয়ুর্বেদিক হেয়ার ওয়েল এবং এভারলাভ আয়ুর্বেদিক ক্রিম। বালি আয়ুর্বেদিক হেয়ার ওয়েল পণ্যটির আগের মডেল ছিল বলিউডের একসময়ের আলোচিত অভিনেত্রী সোনালী বেন্দ্রে। বাংলাদেশের এই ব্রান্ডটি লঞ্চ করতে যাচ্ছে আগামী মাসে।
সম্প্রতি মুম্বাইয়ে বালি আয়ুর্বেদিক হেয়ার ওয়েল ও এভারলাভ আয়ুর্বেদিক ক্রিম পণ্য দুটির শ্যুটিং করেছেন নুসরাত ফারিয়া। বিজ্ঞাপণ নির্মাণ করেছেন প্রভাকর সুকলা। হেমা মালিনী, ধর্মেন্দ্র, প্রীতি জিনতা, মাহিমা চৌধুরীর মতো তারকাদের সঙ্গে ৪৫০ টির বেশি টিভি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। এ বিজ্ঞাপনের যাবতীয় যোগাযোগ এবং জনসংযোগের দায়িত্ব পালন করেছেন জাজ এর কনসালটেন্ট রমিম রায়হান।প্রসঙ্গত, এ মাসেই কলকাতার নির্মাতা বিরসা দাসগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’ ছবির শুটিং শুরু করবেন ফারিয়া। এতে তার বিপরীতে অভনয় করবেন অঙ্কুশ। তাছাড়া এ বছর নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করেছেন শাকিব খান ও নবাগত রোদেলা জান্নাত।