Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যুক্তরাষ্ট্রে নতুন ভিসার জন্য এখনই আবেদন নয়, নবায়ন করা যাবে

অনলাইন ডেস্ক : বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৯ মার্চ থেকে সব রুটিন ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েনমেন্ট বন্ধ রেখেছে ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী পর্যটক, ছাত্র, ব্যবসায়ীরা নতুন ভিসার জন্য এখনই আবেদন করতে পারবেন না। তবে ভিসা নবায়ন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ভিসা দফতর।

সোমবার (৫ অক্টোবর) ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার প্রধান উইলিয়াম ডায়ার্স জানান, যাদের ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে- তারা ইন্টারভিউ ছাড়াই ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। সশরীরে উপস্থিত হতে হবে না।
তবে, কবে নাগাদ আবারো নতুন ভিসা ইস্যু করা শুরু হবে এর কোন পরিস্কার জবাব দিতে পারেননি উইলিয়াম। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলেই কেবল এটি চালু হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রে যে সব শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিংবা স্কলারশিপ পেয়েছেন তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে ব্রিফিংয়ে।

Exit mobile version