অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ হাজার ৪৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লাখ ৫৭ হাজার ১৩১ জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৯৮৬ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৫৫।
বুধবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
করোনায় ভারতে এখনও চিকিৎসাধীন রয়েছেন ৯ লাখ ৭ হাজার ৮৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৭ লাখ ৪৪ হাজার ৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ২০৩ জন। এখনও পর্যন্ত ভারতে সুস্থতার হার ৮৫.০২%।
ভারতে মৃতের হার ১.৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১১ লাখ ৯৯ হাজার ৮৫৭ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে দেশটিতে শুরু থেকেই করোনা সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। এখনও অবধি ১৪ লাখ ৬৫ হাজার জন আক্রান্ত হয়েছে সেখানে। কিন্তু গত মাসে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত ২০ হাজার ছাড়িয়ে যাচ্ছিল। যদিও গত কয়েক দিনে তা ১২-১৩ হাজারে নেমে এসেছে। এই প্রবণতা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও। ওই দু’রাজ্যেই কমেছে দৈনিক সংক্রমণ।