সিরাজগঞ্জের এনায়েতপুর ১০ জন আইপিএল জুয়াড়ীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে র‌্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে  র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২০) রাত ১২.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন গোপরেখী পাওয়ার ক্লাব ঘরের ভিতর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় প্রকাশ্য আইপিএল জুয়া খেলার অপরাধে ১০ জন জুয়াড়ীকে আটক  করা হয়। তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত নগদ ০৮ হাজার ২৫৭ টাকা, ০৮ টি মোবাইল,১২ টি সিম,ওয়ালটন টিভি ০১টি উদ্ধার করা হয়।  পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর আদালতে হাজির করা হলে নিম্নে বর্ণিত ব্যক্তিদেরকে প্রকাশ্যে আইপিএল জুয়া খেলার অপরাধে প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দন্ডে দন্ডিত করেনঃ

কারাদন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন ঃ ১। মোঃ ফজল হক(২৭),পিতাঃ মোঃ গাজী শেখ,  ২। নুর ইসলাম(২৪),পিতাঃ আঃ পাষান, ৩। মো ইয়াসিন(২৫),পিতাঃ  মোহাম্মদ আলী, ৪। মো ইমরান (১৯),পিতাঃ মোঃ মোতালেব শেখ, ৫। মোঃ হোসেন আলী (৩১),পিতাঃ মো মজিবর শেখ ,উভয়ের সাং- গোপরেখী, থানা-এনায়েতপুর , জেলা- সিরাজগঞ্জ। ৬। মোঃ শুকুর আলী (২২),পিতাঃ মোঃ হাসমত আলী , ৭। মো সোহেল (২২),পিতাঃ মোঃ  নুরুল ইসলাম, ৮। মোঃ ইমদাদুল (১৯),পিতাঃ  ফটিক শেখ, ৯। মোঃ ইউসুফ (২৬),পিতাঃ মৃত আঃ রহমান, উভয়ের সাং- আজুগড়া, থানা-এনায়েতপুর , জেলা- সিরাজগঞ্জ। ১০। অমর পাল (৩৫),পিতাঃ গণেশ পাল, সাং- মাধবপুর, থানা-এনায়েতপুর , জেলা- সিরাজগঞ্জ ।

উল্লেখিত ব্যক্তিদের জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায়  প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দন্ডে দন্ডিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *