রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯ জনে।
বৃহস্পতিবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত রবিবার এবং সোমবার রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ থাকা ৯০ জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে নতুন করে ৭ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৩ জন, পাংশা উপজেলার ১ জন, গোয়ালন্দ উপজেলার ২ জন এবং বালিয়াকান্দি উপজেলার ১ জন রয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত রাজবাড়ীতে ৩ হাজার ৯৯ জন করোনা আক্রান্তের মধ্যে ২ হাজার ৯০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ২৪ জন।