

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭০,৪৯৬ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৯,০৬,১৫১।
শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭০,৪৯৬ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নতুন সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৬৯,০৬,১৫১ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৮,৯৩,৫৯২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৯,০৬,০৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮, ৩৬৫ জন। এখনও পর্যন্ত ভারতে সুস্থতার হার ৮৫.৫২%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৬,৪৯০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৬৪ জনের। মৃতের হার ১.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৬৮,৭০৫ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়।