![](https://www.desherpotrika.com/wp-content/uploads/2019/02/ডিপি১-6-725x364.jpg)
![](https://www.desherpotrika.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে পুড়ে সালেহা খাতুন (৬৫) নামের একজনের মুত্যু হয়েছে। এই আগুনের ঘটনায় পুড়ে গেছে সালেহার বসতবাড়ী, অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিনটি গবাদি পশু। আজ বুধবার (দিবাগত) রাত দুইটার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে এই আগুনের ঘটনা ঘটে।
ভেড়ামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, রাত আনুমানিক দুইটার দিকে বাঙ্গালপাড়া গ্রামের আনছের আলির গরুর গোয়াল ঘড়ে আগুন ধরলে তার স্ত্রী সালেহা খাতুন গোয়াল ঘরে বাধা তিনটি গরুকে বাচাঁতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এই আগুনের ঘটনায় সালেহার বসতবাড়ীসহ ঘরের আসবারপত্র পুড়ে ছায় হয়ে যায় এবং আগুনে পুড়ে গোয়ালে থাকা তিনটি গবাদিপশু মারা যায়। পড়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গোয়াল ঘড়ে রাখা ধানের খড় থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানায় ওসি।