Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫৭ ভরি সোনাসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রাম থেকে ৫৭ ভরি পাঁচ আনা সোনার বারসহ কলিম উদ্দিন (৩৮) নামের এক অভিযুক্ত পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার মূল্য ৩৯ লাখ ৫৪ হাজার ৫৬২ টাকা। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক কলিম উদ্দিন একই উপজেলা পীরপুরকুল্লা গ্রামের মৃত পাথন আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, অভিযুক্ত কলিম উদ্দিন বিশেষ কায়দায় নিজের পায়ুপথে (মলদ্বারে) ছয়টি সোনার বার নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি তাকে আটক করে। পরে তার পায়ুপথ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক আরো জানান, অভিযুক্ত কলিম উদ্দিনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version