Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘করোনার টিকা : গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তি আইসিডিডিআরবি’র’

অনলাইন ডেস্ক : মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল কার্যক্রম পরিচালনা করতে গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

বুধবার দুপুরে সমঝোতা স্মারকে সই করেন বায়েটেকের চেয়ারম্যান হারুনুর রশীদ ও আইসিডিডিআরবি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আলম।পরে সাংবাদিকদের জানানো হয়, গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ প্রাণীদেহে ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করবে আইসিডিআরবি।

তারপর মানবদেহে ট্রায়ালের জন্য মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন চাইবে তারা। সেটি পাওয়ার পর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে।

আইসিডিডিআরবি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আলম বলেন, প্রাণিদেহে যে পরীক্ষাগুলো হয়েছে তার রেজাল্টের পর থেকে দুপক্ষ আমরা দেখবো এবং পর্যালোচনা করব। তারপর ক্লিনিক্যাল ট্রায়ালে যে প্রটোকল হবে সেগুলো দেখব এবং রিভিউ করব। এরপর অনুমোদনের জন্য আবেদন করব।

তবে এর কার্যকারিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে গ্লোব বায়োটেক।

Exit mobile version