

কুষ্টিয়া প্রতিনিধি: ‘চিলি করে ঢিলি-ফিলি, কুয়াইড়ি করে টান্, ডাউক আবার উইঠি বোলে আরও সুইটি আন্’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব।
গতকাল সকালে ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও মনি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
প্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘুড়ি উৎসবে নানা বয়সী ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।