অনলাইন ডেস্ক : দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬০৮ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার এক হাজার ৬০০। সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ২২৯ জনে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ।