বগুড়ার শিবগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে চার শতাধিক পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি, ধুতি, নারিকেল-চিনি বিতরণ করা হয়েছে। এর মধ্যে আড়াইশ নারীকে শাড়ি, বয়োজ্যেষ্ঠ ৫০ জনকে লুঙ্গি, ৫ জন পুরোহিতকে ধুতি এবং সম্মানীয় ১০০ বিশিষ্ঠ নাগরিককে নারিকেল ও চিনি দেওয়া হয়। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিকের উদ্যোগে প্রতিবারের মতো এবারও এসব পূজার সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে শনিবার দুপুরে শিবগঞ্জ পৌর মিলনায়তনে মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক এমদাদুল হক।

যুবনেতা শিহাব উদ্দিন শিবলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, শিবগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক ডা. মোহল লাল কানু, বানাইল বারোয়ারি কেন্দ্রীয় শিব মন্দিরের সহসভাপতি আশীষ কুমার রায়, অর্থ সম্পাদক গনেশ প্রসাদ কানু প্রমুখ।

এসময় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *