বিশ্বব্যাপী করোনাভাইরাসে তাণ্ডব চলছেই, ১১ লাখ ছাড়াল মৃত্যুর সংখ্যা

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৯২ লাখের কাছাকাছি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১১ লাখ ২ হাজার ৯৪১ জন।
আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৪৬২ জন। তবে সুস্থ হওয়ার সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৮২ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২২ হাজারের বেশি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৫১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই লাতিন আমেরিকার দেশটির অবস্থান।

এক লাখ ১২ হাজার ১৬১ মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে ৭৩ লাখ ৭০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়।

মৃতের সংখ্যা চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৫ হাজার ২৮৫ জন মানুষ। শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৪ হাজার মানুষ।

৪৩ হাজার ২৯৩ জন মৃত্যু নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে যুক্তরাজ্য। দেশটিতে শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার করোনা রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *