Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

হিলি স্থলবন্দর দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা।

হিলি আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন জানান, আগামী ২২ অক্টোবর থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এজন্য ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে উৎসবটি যথাযথভাবে পালনের লক্ষ্যে আগামী ২১-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

একইসঙ্গে ২৮ অক্টোবর বুধবার থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
এদিকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও শুধু সরকারি ছুটির দিন ২৬ অক্টোবর ছাড়া হিলি স্থলবন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version