বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে মদ পান করে দুই তরুণের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে দুইজনের মৃত্যু নিশ্চিত করে কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, দুই জনের মৃত্যুর কথা শুনেছি। তারা কি কারণে মারা গেছে তা নিশ্চিত নই।
মৃতরা হলেন- কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের সুমন হোসেন (১৬) ও মিনহাজ আলী (১৭)।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার পর সুমনের বাড়িতে বাংলা মদ তৈরি করে তা পান করেন পাঁচ থেকে ছয়জন তরুণ। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। এতে দুইজনের মৃত্যু হয়। অসুস্থ অপর দুই-তিনজন তরুণের পরিচয় জানা যায়নি। মৃত দুই জনই মাদক কারবারি ও সেবনকারী বলে জানান স্থানীয়রা। তারা নিজের বাড়িতে বাংলা মদ (চোয়ানী) তৈরির পর সেবন করে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোর ৬টায় সুমন মারা যান। আর মিনহাজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই গ্রামের শাকিল (২০) নামের অপর এক যুবক মদ পানে অসুস্থ হলে তাকে নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.