
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ইতালিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনগণ যেন বিধিনিষেধ কঠোরভাবে পালন করেন সেজন্য মেয়রদের হাতে বেশ কিছু ‘ক্ষমতা’ দেওয়া হয়েছে।
‘নতুন করে লকডাউন এড়াতে’ এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে রবিবার (১৮ অক্টোবর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পি কন্তে।
তিনি বলেন, রাত ৯টার পর কোনো পাবলিক প্লেস যেন উন্মুক্ত না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মেয়রদের ক্ষমতা দেওয়া হয়েছে।
এছাড়া রেস্টুরেন্টগুলো কখন চালু করা হবে এবং একসঙ্গে কতজনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না, সে বিষয়েও মেয়ররা নির্দেশনা দেবেন।
টানা দুই দিন দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার কারণে নতুন করে বিধিনিষেধের পথে হাঁটলো ইউরোপের দেশটি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.