Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফেব্রুয়ারিতে ভারতে সংক্রমণ ৬৫ কোটি ছাড়াতে পারে

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে করোনা (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা চার কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে আজ মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৫ লাখ ছাড়িয়েছে। একই সময় বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ২১ হাজারেরও বেশি। আর সারাবিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা প্রায় ৩ কোটি ২ লাখ ছাড়িয়েছে।

এদিকে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ভারতের ১৩০ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেকই (৬৫ কোটি) নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দেশটির সরকারের গঠিত কমিটির এক সদস্য সোমবার এই পূর্বাভাস দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।
উল্লেখ্য, মহামারি করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৭৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ভারত। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের পরিসংখ্যান বলছে, ভারতে করোনাভাইরাস মহামারি চূড়ায় পৌঁছেছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের দিকে। সেই সময় দৈনিক সংক্রমণ লাখের কাছাকাছি ছিল। তবে বর্তমানে দেশটিতে করোনা সংক্রমণ কমে এসেছে; দৈনিক সংক্রমণের সংখ্যা ৬০ হাজারের আশপাশে রয়েছে।

Exit mobile version