Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৭জনের যাবজ্জীবন, স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আলাদা দু’টি হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও ৭জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।


গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রায়ে এদন্ডাদেশ দেয়া হয়।


আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৮ মে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের আলী হোসেনের কন্যা তুলি খাতুনকে যৌতুক দাবিতে স্বামী মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের আজাদ মন্ডল ওরফে আজাদ পরিবারের লোকজনদের সহযোগিতায় নির্যাতন চালিয়ে হত্যা নিশ্চিত করে গলায় রশি বেধে আমগাছে ঝুলিয়ে রাখে। ওই ঘটনায় আজাদ মন্ডলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানী শেষে স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে আজ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামী আজাদ মন্ডলের বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ দেন।


অন্যদিকে ২০১০ সালের ০৭জুন কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডাবলু নামে অপর এক যুবক হত্যা মামলায় আদালত ৭জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

Exit mobile version