সাব্বির হাসান: কুষ্টিয়ায় বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর গোডাউনে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনেওয়াজ, চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ, জেলা সভাপতি আব্দুস সামাদ, ওমর ফারুক, জয়নাল আবেদিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বছর প্রতিকেজি ৩৬ টাকায় সংগ্রহ করছে সরকার। ৩৩৬ মিল মালিক চাল সরবরাহ করছে। জেলায় ২৯ চলতি বছর ২৯ হাজার ৮৬৯ মেট্রিক টন কেনা হচ্ছে। আর সদরেই কেনা হচ্ছে ২৩ হাজার ৯১১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।