Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ১১ লাখ ৪২ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা হয়েছে ১১ লাখ ৪২ হাজার ৭৪৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১১ লাখ ৮৭ হাজার ২৩২ জন।

করোনা আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত তথ্যানুযায়ী এ সংখ্যা জানা গেছে।
করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, যার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৮১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত এই দেশে। দেশটিতে এখন পর্যন্ত ৮৬ লাখ ৬১ হাজার ৬৫১ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জন। আর মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৩৩৬ জন।

করোনা আক্রান্তে তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় ব্রাজিলে এখন পর্যন্ত ৫৩ লাখ ৩২ হাজার ৬৩৪ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯৬২ জন।

করোনায় মৃত্যুতে চতুর্থ মেক্সিকোতে মারা গেছেন ৮৭ হাজার ৮৯৪ জন। আক্রান্ত হয়েছে ৮ লাখ ৭৪ হাজার ১৭১ জন।

Exit mobile version