নিজস্ব প্রতিবেদক : ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কুষ্টিয়া সদর উপজেলার উদ্যোগে শহরের দেশওয়ালী পাড়া পূজারী গোষ্ঠী ও ধোপাপাড়া সার্বজনীন পূজা মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়া সদর উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্যারিষ্টার গৌরব চাকী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কিশোর কুমার ঘোষ জগত এর সার্বিক পরিচালনায় ২৪ অক্টোবর শনিবার বিকেলে দুর্গা পূজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খাঁন, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রোকৌঃ ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন কুষ্টিয়া জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পরিতশ দাস, সদস্য সচিব ও শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মানব চাকী সহ ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মী। প্রধান অতিথি বলেন, দূর্গা পূজা বাঙালির উৎস, যা প্রতিবছর জাঁকজমকপূর্ণ ভাবে বাঙালিরা পালন করে থাকে। কিন্তু এবছরে ধুমধাম করে পালন করা সম্ভব হচ্ছে না, দেশে মহামারী করোনা ভাইরাসের জন্য। ঢাকের তাল দিয়ে পূরো বাংলাতে দূর্গা পূজার হাওয়া বইতে থাকে। এ বছরে যারা যার অবস্থান থেকে পূজা উৎযাবন করলে মহামারী করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। তিনি আরো বলেন, সকলে মিলেমিশে চলতে হবে, খন্ড খন্ড ভাবে আলাদা জায়গায় মন্দির বা পূজা না করে এক সাথে পূজা করলে আনন্দটা বেশী হয়। এক সাথে সবাই মিলেমিশে থাকার যে আনন্দ বা তৃপ্তি আছে সেটা একাকিত্ব থাকার মধ্যে নেই। পূজা উৎসবকে কেন্দ্র করে কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.