Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফ্রান্সে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননা করার কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সাঃ)কে অবমাননা করার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে তৌহিদী জানতা।

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের এনএস রোড পাবলিক লাইব্রেরির সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা উলামা পরিষদের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল হামিদ, মহাসচিব মুফতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান, মোমতাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আরিফুজ্জামান, হাফেজ মাওলানা আবুদাউদ, আশরাফুল উলুম মাদ্রাসার মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা ইলিয়াস শাহ প্রমুখ।

বক্তারা বলেন, মুসলমানরা তাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে।
বক্তারা আরও বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করারও আহ্বান জানান। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান।

Exit mobile version