Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : ভারতে একদিনে শনাক্ত ৩৬ হাজার ৩৭০, মৃত্যু ৪৮৮

অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৫০২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

এদিকে একই সময়ে দেশটিতে ৩৬ হাজার ৩৭০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৪৬ হাজার ৪২৯।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর মৃত্যুর নিরিখে তৃতীয়।

সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শুরু থেকেই শীর্ষে ভারতের মহারাষ্ট্র। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৬৬৫। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৭০ হাজার ৬৬০ জন। প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৩৪৮ জন।

এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৯২৪। মারা গেছেন ৬ হাজার ৬০৬ জন। তবে মোট সংক্রমণের নিরিখে পিছিয়ে থাকলেও মৃত্যুর নিরিখে অন্ধ্রের চেয়ে এগিয়ে কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা কর্ণাটকে ৮ লাখ ৫ হাজার ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪৭ জনের। তামিলনাড়ুতে মোট সংক্রমিত ৭ লাখ ১১ হাজার ৭১৩ এবং মৃতের সংখ্যা ১০ হাজার ৯৫৬। উত্তরপ্রদেশে সবমিলিয়ে ৪ লাখ ৭২ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৯০৪ জন।

এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কেরালা। সেখানে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ২১৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫২ জনের। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩১২ জনের। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮২২। প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত ৬ হাজার ৫৪৭ জন।

Exit mobile version