সিরাজগঞ্জের সদর এলাকায় ২ টি চিড়ার মিলে র‌্যাবের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি :  গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীরভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) , সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে র‌্যাব-১২ এরস্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার(২৭ অক্টোবর ২০২০) রাত ০৭.০০ ঘটিকা হতে ০৮.২০ ঘটিকা পর্যন্ত  সিরাজগঞ্জ জেলার সদর থানার বারাকান্দি বনবাড়িয়া এলাকায় ১। জননী অটোচিড়া ও রাইস মিল ২। রুবেল অটো চিড়ার মিলে অভিযান পরিচালনা করেন। এ সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া তৈরী ও চিড়ারবস্তার গায়ে কোন মূল্য লেখা না থাকায় প্রতিষ্ঠানের ০২ জন মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানারএক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানজিল পারভেজ এর আদালতে হাজির করা হলে আদালত নিন্মে বর্ণিত ব্যক্তিদেরকে  অর্থ দন্ডে দন্ডিতকরেন ঃ

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন ঃ ১। মোঃ এমদাদুল শেখ(৪৫),পিতা-জামাল শেখ, জননী অটো চিড়া ও রাইস মিল,জরিমানা-২০,০০০/- , ২। মোঃ রুবেল(৩৫),পিতা- মৃত আব্দুল রাজ্জাক মোল্লা, রুবেল অটো চিড়ার মিল, জরিমানা-২৫,০০০/- ,উভয়সাং- বারাকান্দি , থানা ও জেলা- সিরাজগঞ্জ কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক সর্বমোট ৪৫,০০০/-টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী,পণ্যের প্যাকেটের গায়ে মূল্য না থাকার বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *