Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মধ্যরাত থেকে কিছু এলাকায় ইন্টারনেটের গতি কম থাকবে

Network switch and ethernet cables,Data Center Concept.

অনলাইন ডেস্ক : বুধবার দিবাগত মধ্যরাতের পর থেকে দেশের কিছু অংশে ইন্টারনেটের গতি কম থাকবে। ভারতীয় কোম্পানির গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার গতকাল বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ইমেইলে এ কথা জানিয়েছে। আইটুআই ক্যাবল পরিবর্তনের কাজ শুরু হওয়ায় এই সমস্যার কথা বলা হয়েছে।

ইমেইলে বলা হয়, ক্যাবল শিপের সর্বশেষ ডিপিআর (অগ্রগতি পর্যালোচনা) অনুযায়ী আইটুআই এর ক্যাবল পরিবর্তন কার্যক্রম ২৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। ক্যাবল পরিবর্তনের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে পরিকল্পিত শিডিউল পরিবর্তিত হতে পারে।
তিন হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ক্যাবল আইটুআই ক্যাবল নেটওয়ার্ক হিসেবে পরিচিত। এটি সিঙ্গাপুরে বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সঙ্গে সংযুক্ত বলে অপারেটররা জানিয়েছেন। এর আগে ২৬ অক্টোবর ভারতী এয়ারটেল জানিয়েছিল, মঙ্গলবার থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করার পরিকল্পনা করছে।

Exit mobile version