Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সংক্রমণ বাড়ায় ফের লকডাউনের মুখোমুখি জার্মানি

অনলাইন ডেস্ক : করোনার ভয়াবহ সংক্রমণের কারণে দ্বিতীয়বারের মত লকডাউনের মুখোমুখি দাঁড়িয়ে জার্মানি। সংক্রমণ বাড়ার শঙ্কায় কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ১৪ বা ১৫ হাজার ছাড়িয়ে যাচ্ছে।

হাসপাতালগুলোর নিবিড় পর্যবেক্ষণ শয্যাগুলোও ব্যস্ত নতুন আক্রান্ত রোগীদের ভর্তি নিতে। এ অবস্থায় সংক্রমণ বাড়াতে পারে এমন সব বাণিজ্যিক প্রতিষ্ঠান হোটেল, রেস্টুরেন্ট, ফিটনেস ক্লাব, সিনেমাহল খোলা রাখার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে জার্মান প্রশাসন। তবে নতুন করে লকডাউনের বিরোধিতা করছেন জার্মানির সাধারণ নাগরিকরা।
এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে সাম্প্রতিক সময়ে জার্মানির বিভিন্ন প্রদেশে প্রবাসী কয়েকজন বাংলাদেশির মৃত্যু ও ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ায় আতঙ্কে দিন কাটছে প্রবাসীদের। প্রবাসী বাংলাদেশিরা বলেন, আবারো করোনা ভয়াবহ আকার নিতে পারে বলে শুনেছি। ফলে শ্রমজীবী বাংলাদেশিদের ওপর বড় একটা প্রভাব পড়তে পারে।

Exit mobile version