Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার মসজিদে অবস্থান নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে উত্তেজনা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের মার্কাস মসজিদে অবস্থান নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে তা নিরসন হয়েছে।
জানাগেছে, প্রশাসনের অনুমতি নিয়ে তাবলীগ জামাতের মাও. সাদ গ্রুপের অনুসারীরা দুই দিনের জন্য (মঙ্গল ও বুধবার) মার্কাস মসজিদে অবস্থান নিয়ে ধর্মীয় কর্মকান্ডে অংশ নেয়।

কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তারা মসজিদ ত্যাগ না করায় আজ শুক্রবার সকালে মাও. জুবায়ের গ্রুপের অনুসারীগণ মার্কাস মসজিদে প্রবেশ করে মাও. সাদ গ্রুপের অনুসারীদের বের করে দিয়ে মসজিদে অবস্থান নেয়।

এনিয়ে দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে দুই পক্ষের নেতৃত্ব দানকারী মো. আসাদুজ্জামান ও মো. আতিকুল ইসলামের সাথে কথা সমস্যার সমাধান করেন। বিকেল ৪টার পর দুইপক্ষের কেউ মসজিদে না থাকার সিদ্ধান্ত হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের উপস্থিতিতে এ সমস্যার সমাধান করে দেওয়া হয়।

Exit mobile version