কুষ্টিয়া প্রতিনিধি : পুলিশই জনতা এবং জনতাই পুলিশ “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য জেলায় সফলভাবে পালিত হল “কমিউনিটি পুলিশিং ডে-২০২০”। দিনের শুরুতে সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সের চেতনা-৭১ চত্ত্বরে বেলুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২০” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার), পুলিশ সুপার, কুষ্টিয়া। এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী আতাউর রহমান আতা, উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া সদরসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, অফিসার ও ফোর্স, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যগণ। পরবর্তীতে উপস্থিত সকলেই পুলিশ লাইন্স হতে বর্ণাঢ্য র্যালিতে অংশ গ্রহণ করেন। র্যালিটি কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এ সময়ে জনাব এসআই(নিঃ)/ মোঃ সুমন কাদেরী শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (CPO) ও মানজিয়ার রহমান চঞ্চলকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য (CPM) নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং পুলিশ সুপার কেক কাটার মাধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কুষ্টিয়া জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন

