সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদমহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু আব্দুল্লাহ জাহিদ সহ শনিবার(৩১ অক্টোবর ২০২০ খ্রীঃ) বেলা ১৬.০০ হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত উল্লাপাড়া থানাধীনহাটিকুমরুল গোলচত্তর এলাকায় ও বোয়ালিয়া বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩জন মাদক সেবিকে আটক করা হয়।পরবর্তিতে আটক ব্যক্তিদের সিরাজগঞ্জের উল্লাপাড়াথানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর আদালতে হাজির করা হলে নিন্ম ব্যক্তিদের মাদক সেবনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১)ধারায় জেল ও অর্থ দন্ডেদন্ডিত করেন।
জেল ও অর্থ দন্ডে দন্ডিতরা হলেন ১।আব্দুর রাজ্জাক(৪৫)পিতা মৃত –আফজাল শেক,সাং-হাটপাড়া, ২ মোঃ
খোকন(৩০) পিতা ওসমানগনি ,সাং-বন বাড়িয়া,৩। মোঃ খালেক(৫০)পিতা মুকবুল,সাং-তালপাড়া,৪।মোঃ বাপ্পি মিয়া (৪৫)পিতা বাচ্চু,সাং-পুড়াতন পোষ্টঅফিস,৫। সরোয়ার(৫০)পিতা দশর আলী,সাং-হাটপাড়া,৬। মো: শাহাদাত কবির(২৫)পিতা মোঃ সাকোয়ার ফকির,সাং-কাচিয়ারচর,৭। মোঃ আবু হানিফ (৩৫)পিতা কুদ্দুস,সাং-হাসানপুর,৮। মোঃসামছুল আলম(৪২), পিতা আব্দুল প্রামানিক,সাং-তারাটিয়া,উভয়ের থানা সলংগা, ৯। মোঃমূরাদউজ্জামান(৩২) পিতা আব্দুল গনি,সাং-বক্ষ কপালিয়া,১০। আবুবকর(৩৫) পিতা,মো: ছাইদুর রহমান,সাং-পাক্রল ভৈরাপাড়া,১১। মোঃহেলালউদ্দিন(২৬)পিতামোঃ মজনু মিয়া,সাং-পাগলা,১২। মোঃআমিরুল ইসলাম(৪৮) পিতা আব্দুল মান্নান সাং-পাগলা,উভয়ের থানা উল্লাপাড়া । এদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করে।এছারা মোঃমাসুদ রানা (৩৫) পিতা আব্দুল শুকুর,সাং-বড়লেখা,থানা-সলংগা,সর্ব জেলা-সিরাজগঞ্জকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।সবাইকে সিরাজগঞ্জ জেলার কারাগারেপাঠানো হয়।