ফ্রান্সে রাসুল (সাঃ) এর অবমাননার প্রতিবাদে শার্শার অগ্রভুলোট বাজারে বিক্ষোভ মিছিল

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হজরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শার্শার অগ্রভুলোট বাজারে মেম্বর তবিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অগ্রভুলোট গ্রামের বিপুল পরিমান ধর্মপ্রাণ মুসল্লিরা সমাবেশে অংশ নেন। রবিবার আছর নামাজ শেষে অগ্রভুলোট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বিক্ষোভ মিছিলটি অগ্রভুলোট বাজারে এসে শেষ হয়। এসময় মহানবী (সাঃ) এর ভালোবাসার স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। বাজারে উপস্থিত জনসমাবেশে মেম্বর তবি্ুর রহমান বলেন , আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান। আরো বলেন, একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশের মানুষের কাছ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূলকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কাণ্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *