Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপারমুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রবিবার(১ নভেম্বর ২০২০ খ্রীঃ)  ১০.০০ হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত  ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু আব্দুল্লাহ জাহিদ সহসলংগা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর পুলিশ বক্সের সামনে এক অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বগুড়া থেকে ঢাকা গামী একটি হিরো ১২৫ সিসি মোটরসাইকেল যার নং-(বগুড়া হ ১৬২৭১৫) এতল্লাশি চালিয়ে ৩.৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফার করা হয়। গ্রেফতার কৃত আসামী ১। মোঃ মোমিনুল ইসলাম(৩০) পিতা আব্দুল মান্নান প্রামানিক, সাং-টিয়ার বন্দর,থানাশাহজাদপুর জেলা,–সিরাজগঞ্জ। ২। মোঃ সাগর রহমান(২৩) পিতা মোঃ আনোয়ারুল ইসলাম, সাং- সুলতানপুর,থানা গাবতলি,জেলা- বগুড়া

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯ (ক) ও ২৬ এর ১ ধারায় মামলা দায়ের করতউদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে ‌র‌্যাব-১২ বদ্ধপরিকর।

Exit mobile version