Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জার্মানিতে আবারও লকাডাউন শুরু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ ঠেকাতে আবারও লকডাউন শুরু করেছে মধ্য জার্মানি। আজ থেকে মাসব্যাপী আংশিক লকডাউন হবে দেশটিতে। নভেম্বর মাসের পুরোটাই বন্ধ থাকবে ক্যাফে, বার, রেস্তোরাঁসহ বিনোদন কেন্দ্রগুলো।

গত ২৮ অক্টোবর এক আলোচনা শেষে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেল ও দেশটির রাজ্যপ্রধানরা ২ নভেম্বর (সোমবার) থেকে দেশব্যাপী লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৪৬ জন। এ ভাইরাসে মারা গেছে ১০ হাজার ৬২২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৫ হাজার ৯০০ জন।

Exit mobile version