Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ৬৮ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা চার কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫ হাজার ২০৬ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৭ লাখ ৫৪ হাজার ২৩১ জন।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় একদিনে ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজার ৩০০ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত সর্বাধিক ৭১ হাজার। এরপরই রয়েছে ফ্রান্সের অবস্থান। ইউরোপে দ্বিতীয় ঢেউয়ে ফ্রান্সে ৪৬ হাজারের বেশি মানুষ একদিনে শনাক্ত হয়েছেন। প্রায় ৩০ হাজার ইতালিতে আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যে শনাক্ত প্রায় ২৩ হাজার।
এশিয়ার মধ্যে ভারতে করোনার ঊর্ধ্বগতি নামছে না। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৩৬ হাজার ৪৭১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে ৯৪ লাখ ৭৩ হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম জানিয়েছেন, তিনি করোনা পজেটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন। এতে তিনি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকলেও আপাতত কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।

Exit mobile version