কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালকসহ অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন নিহত হয়েছেন। এতে ওই অ্যাম্বুলেন্সের অপর যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি নড়াইল জেলায় লক্ষীপাশা গ্রামে।
পুলিশ জানায়, পাবনার হেমায়েতপুর থেকে এক রোগীকে নিয়ে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে নড়াইল যাচ্ছিলেন। পথে লক্ষীপুর এগার মাইল ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর এক যাত্রী। দুর্ঘটনায় অ্যম্বলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
তবে নিহতদের নাম জানাতে পারেননি ওসি। তাদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে বলে ওসি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন।