Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যুক্তরাষ্ট্রে কোন রাজ্যে কখন ভোটগ্রহণ বন্ধ হবে?

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ৩ নভেম্বর নির্বাচনের দিনের আগেই ভোট দিয়েছেন ১০ কোটির বেশি ভোটার। অন্যরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। তবে রাজ্যভেদে ভোট দেওয়ার শেষ সময় আলাদা।

অবশ্য সময় শেষ হওয়ার পরেও লাইনে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন। জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দেওয়া যাবে জর্জিয়া, ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলিনা, ভারমোন্ট ও ভার্জিনিয়ায়।

সন্ধ্যা ৭:৩০ মিনিটে সময় শেষ :
নর্থ ক্যারোলিনা, ওহিয়ো, ওয়েস্ট ভার্জিনিয়া।

রাত ৮টায় সময় শেষ :
আলাবামা, কানেক্টিকাট, দেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ফ্লোরিডা, ইলনইস, মাইনে, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসিসিপি, মিসৌরি, নিউ হ্যাম্পশায়ার, নিউজার্সি, ওকলাহোমা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, টেনেসি।

সাড়ে ৮টা পর্যন্ত :
আরকানসাস।

রাত ৯টা পর্যন্ত :
অ্যারিজোনা, কলোরাডো, লুইসিয়ানা, মিশিগান, মিনেসোটা, নিউ মেক্সিকো, নিউইয়র্ক, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেক্সাস, উইসকনসিন।

রাত ১০টা পর্যন্ত :

আইওয়া, মন্টানা, নেভাদা, উতাহ।

রাত ১১টা পর্যন্ত :
ক্যালিফোর্নিয়া, ইদাহো, ওরেগন, ওয়াশিংটন।

রাত১২টা পর্যন্ত :
হাওয়াই।

রাত ১টা পর্যন্ত :
আলাস্কা।

সূত্র : সিবিএস নিউজ

Exit mobile version