শার্শায় ১৫ দিনব্যাপী আউটসোর্সিং (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ শুরু

এবিএস রনি, যশোর : যশোরের শার্শার বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৫ দিনব্যাপী উপজেলা পর্যায়ে আয়বর্ধনমূলক আউটসোর্সিং (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ শুরু হয়েছে।
৫ই নভেম্বর  বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ০৫-২০ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর এলজি হোসাইন শওকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রামার আনিছুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ফ্রিলান্সার তৌহিদ পিয়াস, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *