Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মার্কিন নির্বাচন : ভোট গণনা বন্ধ করতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : করোনা মহামারি সত্বেও বিপুলসংখ্যক ভোটার নির্বাচনে অংশ নিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন আমেরিকানরা। প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার হয়ে গেলেও এখনো জয়ী প্রেসিডেন্টের নাম জানা যায়নি, চলছে ভোট গণনা। এদিকে, যুক্তরাষ্ট্রে ভোটের গণনায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে দূরত্ব যখন কমছে, তখন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন: ‘গণনা বন্ধ করুন।’

দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪৫টি রাজ্যের গণনার শেষে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। আর এমন মুহূর্তে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে বুধবার ট্রাম্প নির্বাচনের ব্যাখ্যা দিয়ে বলেন, আমেরিকার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ সময় তিনি সব ভোট বন্ধের আহ্বান জানান। তবে পদ্ধতিগত কেমন প্রতারণা তিনি তার প্রমাণ দিতে পারেননি।

Exit mobile version