Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ক্ষমতার খুব কাছে জো বাইডেন, বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক : মার্কিন নির্বাচনে বিজয়ের পথে থাকায় ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের নিরাপত্তা জোরদার করছে মার্কিন গোয়েন্দা বিভাগ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের কাছাকাছি পৌঁছে গেছেন বাইডেন।

সর্বশেষ ফলাফলে বাইডেন পেনসিলভানিয়া রাজ্যে ভোট পেয়েছেন ৪৯.৫% (৩,২৯৫,৩২৭) এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯.৪% (৩,২৮৯,৭৩১) ভোট। ইতোমধ্যেই ৯৯ ভাগ ভোট গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে মাত্র এক ভাগ গণনা।

বর্তমানে ছয়টি রাজ্যের ভোটগণনা চলছে। এসব রাজ্যের মধ্যে অ্যারিজোনা কিংবা নেভাদা এমনকি জর্জিয়া রাজ্য বাদ দিয়েও বাইডেন যদি শুধু পেনসিলভানিয়ায় জয় পান তাহলেও তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০ ইলেকটোরাল কলেজ জয়ের প্রয়োজন। পেনসিলভানিয়ায় জিতলে বাইডেনের জয় হবে ২৭৩টিতে।

বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গোয়েন্দা সংস্থার মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেওয়া হয় না। বাইডেন শিবির থেকেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট।

Exit mobile version