নিজস্ব প্রতিবেদক :”চল মিলি এক সাথে ,বাড়িয়ে দেই সাহায্যের হাত” সংগঠনের উদ্দ্যেগে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়াতে আজ শনিবার ৭/১১/২০২০ ইং তারিখে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সাংবাদিক ফারুক আহম্মেদ পিনু মিলনায়তন ,ডিসি কোর্ট চত্তরে, কুষ্টিয়া জেলার সাংবাদিক ও সাংবাদিক পরিবারের জন্য ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন,ডা:কে,এম বশিরুল হক মেডিসিন ও ডায়বেটিকস্ বিষেশজ্ঞ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ,ঢাকা।
প্রায় ২০০ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে এই ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবীকা, ডেইলী অথেন্টিক পত্রিকার সম্পাদক, আফরোজা আক্তার ডিউ ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি,রাশিদুল ইসলাম বিপ্লব ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজক হিসাবে ছিলেন।
এছাড়া বিশিষ্ট সমাজ সেবক কামরুল ইসলাম পলাশ, দৈনিক অর্থনীতির কাগজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি, মো: সালমান শাহেদ ,শাহীন রেজা ,জেলা প্রতিনিধি দৈনিক গনকন্ঠ,এ্যাড: সাদীয়া ইসলাম দিশা,তরুন সমাজ সেবক রাসিদুল ইসলাম চৌধুরী সাকিফ, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে এই ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করার উদ্দ্যেক্তা হিসাবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক জাতির ৩য় নয়ন,সামাজিক আয়না । এই সাংবাদিক সকল শ্রেনী পেশার মানুষের চিকিৎসা সেবা নিঞ্চিত করতে দিন রাত পরিশ্রম করে চলেছে, কিন্তু তাদের শারিরীক অবস্থার কথা কেউ জিজ্ঞাসা করেন না । তাই সাংবাদিক ও সাংবাদিক পরিবারের কথা চিন্তা করে এই ফ্রি- মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে ।
কয়েক দিন ধরে সাংবাদিকদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য আফরোজা আক্তার ডিউ এর মাধ্যমে নিবন্ধন করানো হয় ।
এই সংগঠন ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রতিষ্ঠাতা শেখ রাকিব নেহাল জয়,মিলি শাহরিয়ার ও ড: কে,এম বশিরুল হক ।এই তিন জন বন্ধু মিলে কুষ্টিয়া জেলার সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা পৌছে দেন । ফ্রি চিকিৎসা ক্যাম্প চলাকালীন সময় ডা: কে,এম বশিরুল হক মেডিসিন ও ডায়বেটিকস্ বিষেশজ্ঞ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ,ঢাকা তিনি বলেন, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ,ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌছে দেওয়া আমাদের লক্ষ ,তারই ধারাবাহিকতায় আমরা সব সময় এই ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করবো ইন্স-আল্লাহ্।
প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক শেখ রাকিব নেহাল জয় বলেন, বিশ্ব মহামারি করোনা ভাইরাস চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত আমি আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন কর্মসূচী পালন করেছি আর আজ এই সাবাদিকদেও মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে । আল্লাহর রহমত ও আপনাদের দোঁয়া থাকলে ইন্স-আল্লাহ্ আপনারা সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন ।
বিশিষ্ট সমাজ সেবীকা মিলি শাহরিয়ার বলেন,আমি একজন গৃহিনী হয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করতে পেরেছি ,তাই আমি বিশ্বাস করি দেশ ও দশের সেবা করতে চাইলে কোনো বাধায় তাকে থামাতে পারে না । এসময় কুষ্টিয়া জেলার সাংবাদিক ,সমাজ সেবক ও জনপ্রতিনিধি গন ক্যাম্পে উপস্থিত ছিলেন ।