Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : পর্তুগালে সোমবার থেকে কারফিউ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে পর্তুগালের অধিকাংশ অঞ্চলে কারফিউ জারি করতে যাচ্ছে সরকার। শনিবার মন্ত্রী সভার জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা।

আপাতত কারফিউয়ের মেয়াদ ধরা হয়েছে অন্তত দুই সপ্তাহ। প্রতিদিন কারফিউ শুরু হবে দুপুর ১টা থেকে।
মহামারির কারণে জরুরি অবস্থা জারির একদিন পর কারফিউ আরোপের সিদ্ধান্তটি এলো। দেশটিতে অক্টোবর মাসের প্রথম থেকে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছিল। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যাচ্ছে।

কোস্তা বলেন, এর আগে যে কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল আবারও সে পদক্ষেপ এড়াতে কারফিউ জারি করাই প্রয়োজনীয় পদক্ষেপ। জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version