Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল কোর্টে ৫ জনের অর্থদণ্ড ও ৮টি যানবাহন জব্দ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল কোর্ট পরিচালনায় পাঁচজনকে ৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড ও বাসস্ট্যান্ড মোড়ের উপর অবৈধভাবে গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় একটি রিক্সা, তিনটি ভ্যান এবং চারটি অটো জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

এবিষয়ে রাজীবুল ইসলাম খান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করায় হোটেল মালিককে ৩ হাজার টাকা, মাস্ক ব্যবহার না করায় তিনজনকে ১ হাজা ৬০০ টাকা এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় একজন চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুর্ঘটনা এড়াতে বাসস্ট্যান্ড এলাকা যানজট মুক্তরাখা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিবহন মালিক ও কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরও যত্রতত্র যানবাহন রাখার অপরাধে একটি রিক্সা, তিনটি ভ্যান ও চারটি অটো জব্দ করা হয়েছে।

Exit mobile version