শেষ হল অপারেশন সুন্দরবন’র শুটিং, মুক্তি ২৬ মার্চ

অনলাইন ডেস্ক : আলোচিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং আজ ভোরে শেষ হয়েছে। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে আজ (১০ নভেম্বর) ভোরে মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়।

এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য নিশ্চিত করে সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন লিখেছেন, “আজ ভোরে শুটিং র‌্যাপ আপ হয়েছে ‘অপারেশন সুন্দরবনে’র। ১০ নভেম্বর ভোরে মোংলার কাছে বানিয়াশান্তায় শুটিং শেষ ঘোষণা হয়। টিজার বা ট্রেইলার নিয়ে আসছি এই মাসেই। আগামী ৪/৫ মাসের মধ্যেই ছবিটা আনতে চাই আপনাদের সামনে। পোস্ট প্রোডাকশনের যুদ্ধটা শুরু হচ্ছে এবার। আসছি সেই যুদ্ধের শেষে। সাথে থাকুন। সঙ্গে রাখুন। সাহস হয়ে থাকুন।”
সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। গত বছরের ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি দেওয়া হতে পারে।

এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *