এবিএস রনি, যশোর : যশোরের শার্শায় মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আহসান কবির।
আলোচনাসভা শেষে অনুষ্ঠানে কেক কেটে মোহনা টিভির ১১ বছরে পদার্পণে শুভক্ষণ উদযাপন করা হয়। পরে মোহনা টিভির এমডি প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ও যুগ্ম-বার্তা সম্পাদক ন্যাশনাল ডেক্স ইনচার্জ শহীদুল আলম ইমরানের পুত্র ইয়াযের আত্মার মাগফেরাত কামনা ও বিশ^বাসীকে করোনা থেকে রক্ষা করার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসমাইল হোসেন।