নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার সকালে বসতপুর এলাকা থেকে ৭৫ বোতল ফেনসিডিল সহ দুই মহিলা কে আটক করে।
পুলিশ জানায়, গোপন খবরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে যশোর কোতোয়ালি থানার শেখহাটি জামরুল তলা গ্রামের আসাদ শেখের স্ত্রী খাদিজা খাতুন (৪০) ও সেকেন্দার শেখের স্তী মোছাঃ মিনি খাতুন(৫৫) কে ৭৫ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানা, পুলিশের একটি নিয়মিত টহল দল টহল দেয়ার সময় বসতপুর এলাকায় দুই মহিলার আচরন দেখে সন্দেহ হয়। এসময় তাদের পথরোধ করে জিজ্ঞাসা বাদ করলে তারা ফেনসিডিলের কথা স্বীকার করে।তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।