ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় ৩০ কেজি গাঁজা সহ ১ যুবক আটক। যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় ৩০ কেজি গাঁজা সহ মুস্তাফিজুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। (১০ নভেম্বর) রাতে স্থানীয় শুকুর আলীর বাড়ীর সামনের পাকারাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক মুস্তাফির রহমান ওই গ্রামের মৃত্যু ইজ্জত আলীর ছেলে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ এজাজুর রহমান (এজাজ) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মুস্তাফিরকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য বারো লক্ষ টাকার (১২,০০,০০০) টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম বলেন- সার্কেল এসপি জুয়েল ইমরান সারের নির্দেশে শার্শায় যে মাদক ও চোরাচালান মুক্ত অভিযান অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় আজ এই অভিযান। গাঁজা সহ আটক মুস্তাফির রহমানের বিরুদ্ধে মামলা দ্বায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে ।