অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে একের পর এক করোনা আক্রান্তের খবর মিলছে ক্রিকেটাঙ্গনে। এই সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। এবার সেই তালিকায় যোগ হলো সাবেক অধিনায়ক ও জাতীয় নির্বাচক হাবিবুল বাশারের নাম।
নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সাবেক এই অধিনায়ক, ‘দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। আজ বিকেলেই রিপোর্ট পেলাম। পজিটিভ এসেছে।’ তবে হাবিবুলের স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
করোনায় আক্রান্ত হাবিবুল নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন।
এর আগে পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও করোনা আক্রান্ত হওয়ায় যেতে পারেননি মাহমুদউল্লাহ। এরপর টেস্ট অধিনায়ক মুমিনুল সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।
মাহমুদউল্লাহ-মুমিনুল দুজনেই কোয়ারেন্টাইনে রয়েছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরু থেকে তারা খেলতে পারেন কিনা সে নিয়ে এক রকম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে দুজনই প্লেয়ারর্স ড্রাফটে আছেন।