টি-টোয়েন্টিতেও জায়গা করে নিলেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক : এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেই একের পর এক সুখবর পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও জায়গা করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান তার। এই তালিকায় শীর্ষে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ২৯৪।
সাধারণত প্রতিটি সিরিজের পর আইসিসি র‌্যাংকিং হালনাগাদ করে। সেই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত পাকিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের পর হালনাগাদ করা হয়েছে টি-টোয়েন্টি র‌্যাংকিং।

আর বোলারদের তালিকায় সাকিব আছেন ২০তম অবস্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তার অবস্থানই সবচেয়ে ভালো। ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ৪৯ তম। তার আগে আছেন লিটন দাস (২১), মাহমুদুল্লাহ রিয়াদ (যৌথভাবে ২৯), নাঈম শেখ (৪১) ও সৌম্য সরকার (৪২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *