কুমারখালীতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ও অর্থদন্ড

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর দক্ষিণ ভবানীপুর গ্রামের আতিয়ার রহমানকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন ও অর্থদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন। এসময় উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখ এর ছেলে দন্ডপ্রাপ্ত আসামী আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিলো। অপর দন্ডপ্রাপ্ত আসামী সেলিম পলাতক রয়েছে। সে লাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, টাকা পয়সা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় নিজ বাড়ী থেকে আতিয়ারকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামীরা। পরদিন সকালে স্থানীয় ধর্মপাড়া মাঠের ধান খেতের আইল থেকে আতিয়ারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই হাবিবুর রহমান ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর তিন আসামীর বিরুদ্ধে পুলিশ চার্জশীট দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমানীত হলে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০২/৩৪ ধারায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। এ মামলার তিন নম্বর আসামী রেজাউলকে বে-কসুর খালাস দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *